Notice

Call for Paper Vol 3 Bhasha Sahitto Patrika Bangla CoU

Establishment History

 

The department started its journey with only three teachers and only 39 students in the academic session 2009-2010 on the 29th March, 2010. Firstly appointed three young and energetic teachers are Dr. G. M. Moniruzzaman, Assistant Professor & Head of the department (Acting), Mohammad Niamot Ullah Bhuyan (Lecturer) and Mohammad Shamsuzzaman Milky (Lecturer). The department offers both BA (Honours) and MA in Bangla programs for the students.

 

Programme  Name

Graduation and Masters


লক্ষ্য (Vision): 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ জ্ঞানসৃষ্টি ও মুক্তবুদ্ধি চর্চার সূতিকাগার। বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ জ্ঞানচর্চার মাধ্যমে এই বিভাগ মানবিক মূল্যবোধসম্পন্ন পরিশীলিত সুনাগরিক ও দক্ষ জনশক্তি সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করে।

উদ্দেশ্য (Mission):

বাঙালির ইতিহাস, সমকালের প্রতীতি ও জীবন-দর্শনকে অন্বয় করে গড়ে ওঠা বাংলা ভাষা ও সাহিত্যের একটি প্রায়োগিক ক্ষেত্রনির্মাণে কমপদ্ধতি গ্রহণ করা হবে।
এ কর্মপরিধির আওতায় রয়েছে্-

  • শাণিত বোধ নির্মাণের লক্ষ্যে সাহিত্যচর্চার সুযোগ সৃষ্টি, সৃজনশীলতার বিকাশ ও উপযুক্ত সাহিত্য-মানস গঠন।
  • সাহিত্যকে নবতর দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষণ করে বিচিত চিন্তার অবতারণা করা।
  • তত্ত্বীয় জ্ঞান, প্রায়োগিক জ্ঞান ও গবেষণালব্ধ জ্ঞানের সমন্বয়ে নির্মিত সুসংবদ্ধ জ্ঞানের জগতে শিক্ষার্থীর বিচরণের পথকে সুগম করা।
  • সামাজিকীরণ প্রক্রিয়ায় মননশীল ব্যক্তিমানস নির্মিতি ও বিশ্বের সমান্তরালে এগিয়ে যাবার জন্য শিক্ষার্থীর অন্তর্নিহিত শক্তির স্ফূরণে অনুঘটকের যোগান দেয়া।
  • সমকালীন ও সাম্প্রতিক উন্নয়ন ধারণার মাধ্যমে নিজস্ব কর্মদক্ষতা প্রয়োগ করে দেশ ও জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য যোগ্য করে তোলা।


শিখন-ফল (Learning Outcomes):

  • প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই মানবিক, দক্ষ, যোগ্য ও আত্মপ্রত্যয়ী হয়ে ওঠবে।
  • বিভিন্ন ধরনের সাহিত্য সৃষ্টি ও এর মূল্যায়ন, বিশ্লেষণ, তুলনা করতে সমর্থ হবে।
  • প্রত্যেক শিক্ষার্থী একক বা যৌথভাবে ক্ষেত্রগবেষণার মাধ্যমে মৌখিক সাহিত্য সংগ্রহ, বিশ্লেষণ ও ঐতিহ্যের পুনরুজ্জীবনে ভূমিকা রাখতে পারবে।
  • বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।
  • বৈশ্বিক কর্মক্ষেত্রে বাংলা ভাষার একজন সুদক্ষ কর্মী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে।